চট্টগ্রামে একহাজার টাকার বিনিময়ে বাসায় গিয়ে করোনা টিকা দেওয়ার ঘটনায় জড়িত স্বাস্থ্যকর্মী বিষু দে’কে চাকরিচ্যুত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এছাড়া ঘটনা তদন্তে গঠন করা হয়েছে পাঁচ সদস্যের কমিটি।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরশেনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আক্তার।
তিনি জানান, স্বাস্থ্যকর্মী বিষু দে চুক্তি ভিত্তিক চাকরি করতেন চসিকে।বাসায় গিয়ে করোনা টিকা দেওয়ার বিষয়টি নজরে আসলে তাকে চাকরিচ্যুত করা হয়।এছাড়া ঘটনাটি তদন্তের জন্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে সোমবার (৯ আগস্ট) বাসায় গিয়ে টিকাদানের অভিযোগে ২ জনকে আটক করে খুলশি থানা পুলিশ।
















