সিএমপির অতিরিক্ত পুলিশ সুপার শাহ আবদু রউফসহ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।
সোমবার (৯আগস্ট) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ’র নির্দেশে এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।এদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আছেন ২০জন, বাকীরা সহকারী পুলিশ সুপার পদমর্যাদার।
প্রজ্ঞাপনে যেসব কর্মকর্তাকে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে তারা হলেন, মির্জা তারেক আহমেদ বেগ অতিরিক্ত পুলিশ সুপার ঠাকুরগাঁও জেলা, মাহমুদা বেগম অতিরিক্ত পুলিশ সুপার রাঙ্গামাটি, মো. আবদুস ছালাম অতিরিক্তি পুলিশ সুপার এপিবিএন সদর দপ্তর ঢাকা, মো. রুহুল আমিন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জয়পুরহাট, মো. শামছুল আজম অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল চাঁপাইনবাবগঞ্জ, মোহাম্মদ নাজমুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার ক—সার্কেল নারায়ণগঞ্জ, শেখ রাজীবুল হাসান অতিরিক্ত পুলিশ রাজশাহী রেঞ্জ, শাহ মো. আব্দুর রউফ অতিরিক্ত পুলিশ সুপার পিবিআই, মোহাম্মদ বিল্লাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার আরআরএফ রংপুর, মাহমুদুল হাসান ফেরদৌস অতিরিক্ত পুলিশ সুপার ইন সার্ভিস ট্রেনিং সেন্টার কুমিল্লা,
মো. শাহরিয়ার আলম অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর, মাহমুদুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজ ঢাকা, নুরানী ফেরদৌস দিশা অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে পুলিশ, মোহাম্মদ আবদুল গফুর অতিরিক্ত পুলিশ সুপার রেলওয়ে পুলিশ, মো. ফরহাদ কবির অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়াটার্স ঢাকা(টিআর), মাঈন উদ্দিন চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাজবাড়ী, শেখ শরীফ উজ—জামান অতিরিক্ত উপ—পুলিশ কমিশনার সিএমপি চট্টগ্রাম, মো. জিয়াউদ্দিন আহম্মেদ অতিরিক্ত পুলিশ সুপার সিআইডি, মো. মশিউর রহমান মণ্ডল অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ হেডকোয়াটার্স ঢাকা, মো. আমিনুল ইসলাম সরকার অতিরিক্ত পুলিশ সুপার সিলেট বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার পর্যায়ে কর্মকর্তারা হলেন, শফিকুল ইসলাম সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা, মো. আরমান হোসেন সহকারী পুলিশ সুপার আরআরএফ রাজশাহী, মো. আল মামুন সহকারী পুলিশ সুপার শিল্পাঞ্চল পুলিশ, মো. ফারুক আহমেদ সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল গাজীপুর, দীপংকর ঘোষ সহকারী পুলিশ সুপার ৮ম এপিবিএন কক্সবাজার, মো. রাজিবুল আহসান সহকারী পুলিশ সুপার পুলিশ স্টাফ কলেজ ঢাকা, মো. মাসুদ রানা সহকারী পুলিশ সুপার রাজাপুর সার্কেল ঝালকাঠী, মো. রায়হান ইবনে রহমান সহকারী পুলিশ সুপার সিআইডি, মো. মাকসুদুর রহমান সহকারী পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, মেরিনা আক্তার সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকাতে বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।
এসব কর্মকর্তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার বুঝিয়ে দিতে নির্দেশনা দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। অন্যথায় ১৮ আগস্ট হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Release)হিসেবে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
















