চট্টগ্রামে লকডাউনে বিধি নিষেধ অমান্য করায় ১১৪ জনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (৭ আগস্ট) দিনব্যাপী চট্টগ্রাম জেলা প্রশাসনের ১৮ জন, বিআরটিএ’র ২ জন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ জনসহ মোট ২১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই জরিমানা আদায় করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে ভ্রাম্যমান আদালত ও মনিটরিং কার্যক্রমে সেনাবাহিনী, র্যাব, আনসার, বিজিবি ও পুলিশ সদস্য ম্যাজিস্ট্রেটগণকে সার্বিক সহযোগিতা করেন।
















