সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে মোটর সাইকেলের ধাক্কায় শেফালী রানী দাশ (৩৭) নামে এক মহিলা পথচারী নিহত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে তিনটার সময় উপজেলা পরিষদের সামনে মহাসড়কে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটর সাইকেল শেফালীকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শেফালী দাশ উপজেলার কেদারখীল এলাকার ৮নং ওয়ার্ডের রেবতী দাশের বাড়ির বিনোদ কুমারের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন বলেন, সড়ক দূর্ঘটনায় গুরুতর আহতবস্থায় শেফালী দাশ নামের এক নারীকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
















