করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানা পুলিশ।
শনিবার (৭ আগস্ট) দুপুরের দিকে মইজ্জ্যারটেক ও থানা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন বন্দর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ আবুল কালাম সাহিদ।
এ সময় পথচারী, রিকশা, পণ্যবাহী পরিবহনের শ্রমিকদের মাঝে বিতরণের পাশাপাশি তাদেরকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
মাস্ক বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার মাসুদ রানা, ওসি মোঃ দুলাল মাহমুদ, উপ-পরিদর্শক মোঃ আলমগীর হোসেন ও থানার অন্যান্য অফিসারগণ।
দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া লকডাউন সময় চলছে । এ সময় পণ্যবাহী যান ও রিকশা ছাড়া গণপরিবহন বন্ধ রয়েছে।
এডিসি মোঃ আবুল কালাম সাহিদ বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। শহরজুড়ে সব থানা এলাকায় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করতে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর নির্দেশ দিয়েছেন। এ নির্দেশনা অনুযায়ী কর্ণফুলীতে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। এটা অব্যাহত থাকবে।’
















