বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন এলাকায় বাসা খোঁজতে যাওয়ার পথে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. মুরাদ হোসেন (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
আজ (৬ আগস্ট) শুক্রবার, ভোর সোয়া চারটার দিকে ফৌজি ফ্লাওয়ার মিল সংলগ্ন পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. মুরাদ হোসেন বায়েজিদ থানার কুলগাঁও মাইজপাড়া আলী আহম্মদের বাড়ির মো. সাবের আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, ১৯ বছর বয়সী ওই পোশাক শ্রমিক বালুচড়া এলাকার লয়েল টেক্স গার্মেন্টসে কাজ করে। কাজ শেষে গতকাল রাত ১১ টার দিকে ইরফান নামে এক সহকর্মীর সাথে বাসা খুঁজতে জালালাবাদ এলাকায় যায়। রেললাইনে হাঁটার সময় মুরাদসহ কয়েকজন তাদের পথরোধ করে ইরফানকে মারধর করে। একপর্যায়ে ওই তরুণীকে টেনে নিয়ে পাশের পাহাড়ের আড়ালে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তবে তার সহকর্মীর সহযোগিতায় বালুছড়া থেকে টহল পুলিশ আসলে অভিযুক্তরা লুকিয়ে পড়ে। পরে কয়েকঘন্টা অভিযান চালিয়ে মুরাদকে গ্রেফতার করা হয়।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গতকাল ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযানে নামে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে ভোরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও ছিনতাই, নারী নির্যাতনের অভিযোগ আছে। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।
















