চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু জ্যেষ্ঠপুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ ৫ আগষ্ট বৃহস্পতিবার জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম। সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে এম এ সালাম বলেন, বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন শেখ কামাল। তিনি ছিলেন একাধারে সাহসী, ক্রীড়ামোদী ও সংস্কৃতিমনা।
মহান মুক্তিসংগ্রামে সফল সংগঠকের পাশাপাশি তিনি অসীম সাহস ও বীরত্বের সাথে অংশ নেন। আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের ক্রীড়াঙ্গনে নতুন জাগরণ সৃ্িষ্ট করেন।
স্বনামধন্য ক্রীড়াবিদ সুলতানা আহমেদ খুকীকে বিয়ে করাও তাঁর অনন্য ক্রীড়া মনস্কতার স্বাক্ষর। গান-বাজনা ভূবনের ছিল তাঁর আবেগপূর্ণ বিচরণ। বঙ্গবন্ধুর এ জ্যেষ্ঠ পুত্রের জীবন থেকে তরুণ সমাজকে শিক্ষা গ্রহণ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, সদস্য কাজী আব্দুল ওহাব, দেবব্রত দাস, জাফর আহমেদ, আ ম ম দিলসাদ, আকতার উদ্দিন মাহমুদ পারভেজসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা সভা শেষে শেখ কামালের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতীব মাওলানা আবু সাঈদ নুরী।
















