চট্টগ্রাম নগরে সর্বাত্মক লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় ১৫৭টি মামলা ও ৯৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটেরা।
বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের ১৮ জন, জন বিআরটিএ ২ জন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ জনসহ মোট ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটে উমর ফারুক বলেন, আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান পরিচালনার সময় সরকারি নির্দেশনা অমান্য করায় মোট ১৫৭টি মামলায় ৯৮ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রমে সেনাবাহিনী, র্যাব, আনসার, বিজিবি ও পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা করেন।
















