মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ আগষ্ট) রাত ২টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের মেসার্স জে ট্রেডার্সে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের টিন কেটে দোকান থেকে মূল্যবান মালামাল ও নগদ টাকা নিয়ে গেছে।
ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জে ট্রেডার্স’র মালিক সঞ্জিব কুমার নাথ জানান, মঙ্গলবার রাতে আমার প্রতিষ্ঠানের টিনের কেটে ভেতরে ঢুকে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের মালামাল নিয়ে গেছে চোরের দল। মালামালের মধ্যে সিগারেট, প্যাকেট জাত দুধ ও চা পাতা ছিল। এছাড়া বেশ কিছু দিন পূর্বেও তার দোকান থেকে তিনটি সয়াবিন তৈলের ড্রাম চুরি করে নিয়ে যায়।
জানা গেছে, একই সময় একজন ডিস ব্যাবসায়ীর প্রায় ২লক্ষ টাকার মালামাল চুরি হয়ে যায়। জে ট্রেডার্স এর চুরির ঘটনা সিসিটিভিতে ধরা পড়ে এতে দুই যুবককে চুরি করতে দেখা যায়।
এছাড়া ৫ যুবককে চুরির স্থান রেকি ও পরিকল্পনা করতে দেখা গেছে। সিসিটিভির তথ্য অনুসারে এক যুবককে জিজ্ঞাবাদের জন্য মিরসরাই থানা পুলিশ হেফাজতে নিয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, চুরির ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে সন্দেহ জনক এক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া সিসিটিভির রেকর্ড দেখে তথ্য যাচাই পূর্বক অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।
















