সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ফেরীঘাটের ব্রীজে বড়শি বসিয়ে মাছ শিকার করতে গিয়ে সাগরে ডুব দেয়ার পর নিখোঁজ হওয়া যুবক মোঃ নুর করিম (৩৭) এর লাশ পেয়েছে পরিবার।
আজ (২৫ জুলাই) রবিবার কুমিরা ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটেছিল। নিখোঁজ নুর করিম ছোট কুমিরা হিঙ্গোরী পাড়া গ্রামের ইসমাইলের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, দুপুর ১১ টার সময় কুমিরা ফেরীঘাট ব্রীজের সিড়িতে বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় সাগরে বড়শি আটকে যায়। এসময় বড়শি ছুটাতে সাগরে নেমে ডুব দিলে তখন সে আর উঠে আসেনি।
এদিকে, নিখোঁজের পর ঐ যুবককে উদ্বার করতে দিনব্যাপী নানা অভিযান পরিচালনা করেন কুমিরা ফায়ার সার্ভিস টিম, কুমিরা ফাড়ির নৌ- পুলিশ, কোষ্টগার্ড় টিম, মডেল থানা পুলিশ।
এদিকে তাকে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে ফায়ার সার্ভিস দক ঘটনাস্থল থেকে চলে আসে। এরপর রাত ৮ টার পর পরিবারের লোকজন আবারো খুঁজতে গেলে তাকে মৃত অবস্থায় তাকে পাই বলে নিশ্চিত করেছে নিহতের পরিবার।
















