চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে বোয়ালখালী উপজেলা প্রশাসন কর্তৃক সেনাবাহিনী, পুলিশ ও আনসারের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
আজ (২৫ জুলাই) রোববার উপজেলা সদর, জোট পুকুর, তালতলা, কানুনগো পাড়া, শ্রীপুর নরুল্লা মুন্সির হাট, কেরানী বাজার, ফকিরহাট বাজার, চৌধুরীর হাট, রিভার ভিউ, কালুরঘাট ও গোমদন্ডী ফুলতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন- ২০১৮ এর আওতায় ১৭টি মামলা দায়ের করে ৭ হাজার নয়শত টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ২০টি অসহায় পরিবারকে শুকনা খাবারসহ প্রয়োজনীয় সংখ্যক মাস্ক বিতরণ করা হয়।
















