চট্টগ্রাম: চট্টগ্রামে সিটিতে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় শাটল ট্রেনে কাটা পড়ে ইরফান নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল পৌনে আটটার দিকে সিটির ষোলশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দিকে যাচ্ছিল।
নিহত ইরফান (১৯) চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর এলাকার মাহবুবুর আলমের ছেলে এবং সিটির সিএমপি স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল ইসলাম বলেন, ‘ছেলেটি কানে হেডফোন লাগিয়ে রেললাইনে হাঁটছিল। ধারণা করা হচ্ছে, হেডফোনের উচ্চ শব্দের কারণে ট্রেনের হর্ন বুঝতে না পারেনি সে।’
ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
			
		    















