চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির আগ্রাবাদ চৌমুহনী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. আজিম (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুন) রাত পৌনে দশটার দিকে ডবলমুরিং থানার কর্ণফুলী কাঁচাবাজারের পেছনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রক্তমাখা ছুরিসহ তিনজনকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, নিহত মো. আজিম চৌমুহনী এলাকার জাবেদ টাওয়ারের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি জাহাজের শ্রমিক হিসেবে কাজ করতেন।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ‘রাতে আজিম ঘটনাস্থলে একা ছিলেন। এমন সময় ৮-১০ জনের তার সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে একজন ছুরিকাঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে।’
পরে, স্থানীয়রা আজিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চসেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ‘সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থলে ছুঁটে যাই। তাৎক্ষণিক অভিযানে তিনজনকে আটক করেছি। হত্যাকাণ্ডে ব্যবহার করা রক্তমাখা চাকুটি উদ্ধার করেছি। বাকিদের ধরতে আমরা এখনো অভিযানে আছি। এ বিষয়ে মামলা করা হবে।’
			
		    















