চট্টগ্রাম: বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে গেল কয়েক দিন ধরে বিদ্রোহীদের সাথে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সংঘর্ষ চলছে। প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসছেন বিজিপি, সেনাবাহিনীর সদস্য ও সাধারণ মানুষ। এর মধ্যে আহত চার বিজিপি সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা তাদের হাসপাতালে নিয়ে আসে।
আহত মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা হলেন- ইউ পিও (৪৮), কিয়া থান সিন (২৯), কিন মং (২০) এবং লা নি মং (৩০)।
হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোমিন উল্লাহ ভূঁইয়া জানান, মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর চারজন গুলিবিদ্ধ সদস্যকে হাসপাতালে রাত পৌনে ১২ টার দিকে চিকিৎসার জন্য আনা হয়েছে। তাদেরকে হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বিজিপি সদস্যদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।
তিনি জানান, মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কারণে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বেশ কিছু সদস্য কক্সবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও একান্ত মানবিক কারণে এ চারজন বিজিপি সদস্যকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার থেকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালের ক্যাজিয়াল্টি ওয়ার্ড ঘিরে রেখেছে বিজিবি।
















