চট্টগ্রাম: চট্টগ্রাম সিটির ২৪ নম্বর ওয়ার্ডস্থ বেপারী পাড়ায় কাঁচা বাজারের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী৷ সোমবার (৫ ফেব্রুয়ারি) এটি উদ্বোধন করা হয়।
এ বাজারে মোট ৪১টি দোকান আছে৷ এর মধ্যে বক্স আকারের দোকান আছে ২৪টি ও খোলা দোকান আছে ১৭টি৷
উদ্বোধনকালে রেজাউল করিম বলেন, ‘ফুটপাতে দোকান বসানোর পরিবর্তে সুষ্ঠুভাবে ব্যবসায় করার জন্য এ বাজার নির্মাণ করে দিয়েছি৷ এ বাজারকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব ব্যবসায়ীদের৷ এখন থেকে কেউ ফুটপাতে দোকান বসালে ম্যাজিস্ট্রেট এসে জরিমানা ও মালামাল জব্দ করবে।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, জাহেদা বেগম পপি, চসিকের প্রধান প্রকৌশলী রফিকু ইসলাম, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম৷
















