চট্টগ্রাম: আগামী বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাহারুল উলুম হাফেজ আউলিয়া হযরত হাফেজ ক্বারী ছুফী ছায়্যীদ ফজলুর রহমান হাফেজ নগরীর (রহ.) ৯১তম উরছ মোবারক দরবারে পাকে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বায়তুল আনোয়ার, বাব-ই-ফরীদ দিইওয়ানিয়ায়ে হাফিজে আত্ তানযীমূল মুহিব্বান ফদ্বল-আর-রহমান ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
আমীরে তানযীম ছুফী ছায়্যীদ ফরীদুল আনোয়ার হাফেজ নগরী (দামাত বারাকাতুহূম আলীয়া) এ মহিমান্বিত উরছ শরীফে সব মুহিব্বান, ভক্ত, জাকেরীনদের প্রতি ইশকানা ঈমানী-রুহানী দাওয়াত পেশ করেছেন।