রাজস্থলী প্রতিনিধি :
রাঙ্গামাটির রাজস্হলীতে মুক্তিযোদ্ধা নিয়ামত আলী ( ৮৫) এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় রাজস্হলী উপজেলার শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, ওসি ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এর আগে জানাজা নামাযে ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা নিয়ামত আলী (৮৫) শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না……….রাজিউন)।