চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি :
গোপন সংবাদে অভিযান চালিয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলায় চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ নভেম্বর ) বিকেলে উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুতুরিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা এলাকার মৃত অরুণ দাশের ছেলে জয়দাশ (৩১) এবং একই উপজেলার কদমতলী এলাকার হাসানের ছেলে মো.পারভেজ আলম (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার বিকেলে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি ফোর্স উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা বাঙ্গালহালিয়া ইউনিয়নের কুতুরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে চোলাই মদসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনর্চাজ মো. ইকবাল বাহার চৌধুরী চট্টগ্রাম নিউজকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আসামিদের রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।
















