আনোয়ারা প্রতিনিধি:
চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকায় মিনিবাসের ধাক্কায় মো. আবুল কাশেম (৫২) নামে এক পথচারী নিহত হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) রাত আনুমানিক আটটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাশেম কর্ণফুলী উপজেলার জুলধা ৮নং ওয়ার্ডের মৃত নজির আহমদের পুত্র।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ বলেন, নিহত আবুল কাশেম রাস্তা পার হওয়ার সময় একটি মিনিবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মিনিবাসটি আটক করা হলে চালক পলাতক রয়েছে।
















