কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় রাষ্ট্রদ্রোহসহ পাঁচ মামলার আসামী হারবাং হামেদিয়া দাখিল মাদ্রাসার সুপার ও ইউনিয়ন জামায়াতের আমির নুরুল আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) রাত সোয়া ৮ টার দিকে তাকে গ্রেফতার করা হয় হারবাং থেকে।
ধৃত নুরুল আলম হারবাং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাইয়াকাটা গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
তার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে কটুক্তি পূর্বক রাষ্ট্রদ্রোহ, মারামারি, বনসহ পাঁচটি মামলা রয়েছে।
তবে মারামারির একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো.ওসমান গণি।
















