কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার র্যাব ১৫।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের খোনকার পাড়া গ্রামের সীবিচ রোডস্থ আমিন স্টোর এর সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি বাহারছড়া বড়ডেল এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে আব্দুল্লাহ (২৬)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন খবর পেয়ে টেকনাফ থানার আওতাধীন সদর ইউনিয়নের খোনকার পাড়া গ্রামের সীবিচ রোডস্থ আমিন স্টোর এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করার জন্য এজাহার দায়ের করা হয়েছে বলে জানান অতিঃ পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।
















