দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি চালু রয়েছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি কমেছে ৫ থেকে ১০ টাকা।
পাইকারি বাজারে প্রকারভেদে কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকায় কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
কাঁচামরিচ কিনতে আসা জয়ন্ত কুমার জানান, বাজারের সব পণ্যের দামই বেশি। কিছু কিছু সবজির দাম কমেছে। তবে কিছুটা কাঁচামরিচের দাম কমেছে। প্রতি কেজি কাঁচামরিচের দাম ৩০ টাকার মধ্যে থাকলে সাধারণ ক্রেতাদের সুবিধা হয়। সেই সঙ্গে বাজার মনিটরিংয়ের দাবিও জানান তিনি।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, দেশের বাজারের কাঁচামরিচের দাম স্বাভাবিক রাখতে হিলি বন্দরের আমদানিকারকরা ভারত থেকে কাঁচামরিচ আমদানি করছে। আমদানি বেশি হলে দাম আরও কমতে পারে বলেও জানান তিনি।
হিলি কাস্টমসের উপকমিশনার কামরুল হাসান জানান, হিলি বন্দর দিয়ে ভারত থেকে অন্যান্য পণ্যের পাশাপাশি কাঁচামরিচ আমদানি স্বাভাবিক আছে। প্রতি টন কাঁচামরিচ ৫০০ ডলারে আমদানি হচ্ছে। চলতি সপ্তাহের বুধবার পর্যন্ত ২১ ট্রাকে ১৫৭ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।
















