চট্টগ্রামে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার দায়ে ২৩৮ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ ৮৯ হাজার ১৮০ টাকা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম থেকে ময়মনসিংহ ও ঢাকাগামী বিজয় এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলী, মহানগর এক্সপ্রেস এবং ঢাকা ও সিলেট ছেড়ে চট্টগ্রামে আসা মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেসে অভিযান পরিচালনা করা হয়।
আজ বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী।
তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে চট্টগ্রাম স্টেশনে ব্লক চেকিং পরিচালনা করে ১০টি আন্তঃনগর ট্রেনের ২৩৮ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ৮৯ হাজার ১৮০ টাকা আদায় করা হয়েছে।
রেলওয়ের শৃঙ্খলা রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’
















