স্টাফ রিপোর্টার:
বাঁশখালীতে পুলিশের পৃথক অভিযানে সাড়ে তিন হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি ও নারী ও শিশু নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত আরও ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সকালে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রীজ এলাকা থেকে সাড়ে ৩ হাজার পিস ইয়াবা সহ তিনজনকে আটক করে।
ওপর দিকে সোমবার দিবাগত রাতে এএসআই দীপক কুমার সিংহ উপজেলার গন্ডমারা ইউনিয়নের বড়ঘোনা গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন – মনির উদ্দিন (৩০), নেজাম উদ্দিন (২৩), আমান উল্লাহ (৭০), ছৈয়দ হোসেন (৩০) এবং ইউনুছ (২৫)
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি ও ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।
















