নিজস্ব প্রতিবেদক :
মীরসরাইয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্যসহ র্যাবের অভিযানে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র্যাব -৭
গতকাল রোববার রাত ১১টায় উপজেলার কাটাছড়া ইউনিয়নের আবদুস ছত্বর ভূঁইয়া হাট থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এইসময় তাদের থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আজ সোমবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম কাটাছরা গ্রামের মৃত শফি উল্ল্যার ছেলে নুর উল্লাহ (৪৫) ও তাঁর ছেলে নাইমুল ইসলাম শুভ (২১)।
গ্রেফতারকৃত নুর উল্লাহ মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন বলেন জানা যায়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে মীরসরাইয়ের আবদুস ছত্বর ভূঁইয়া হাটে নুর উল্লাহর ব্যবসা প্রতিষ্ঠান মদিনা ডেকোরেশন ও বাড়িতে ৪ ঘণ্টা অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটার গান, একটি এয়ারগান, ২০১ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়।
এ সময় নুর উল্লাহ ও তার ছেলে নাইমুল ইসলামকে আটক করা হয়েছে। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে জোরারগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নুরুল আবছার আরও বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
















