চাইথোয়াইমং মারমা, রাজস্থলী প্রতিনিধি : আসন্ন ৩নং বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগ মনোনীত প্রার্থী বাবু – আদোমং মারমা।
আজ সোমবার সকাল ১১টায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়ার কাছে আনন্দঘন পরিবেশে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সিনিয়ার সহ-সভাপতি পুলক বড়ুয়া নির্বাহী কার্য্যকরী সদস্য, পুলুক চৌধুরী, স্বেছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, কৃষকলীগের অংথোয়াই মারমা, রাখাল চন্দ্র বড়ুয়া সহ দলের অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মী ও সমর্থকেরা।
বাবু -আদোমং মারমা বলেন, দলীয় মনোনয়ন পেয়ে আমি অত্যন্ত খুশি। দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জননেতা দীপংকর তালুকদার এমপির প্রতি আমি চির কৃতজ্ঞ। সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার জয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ প্রতীক জননেত্রী শেখ হাসিনার প্রতীক। সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামীলীগের সকল নেতাকর্মীর প্রতীক নৌকা। দেশ স্বাধীনের পর এ প্রতীক দেশবাসীর উন্নয়নের প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। এ নির্বাচনে বাঙালহালিয়া ইউনিয়ন তথা ভোটারেরা বরাবরের মতো নৌকা প্রতীককেই নির্বাচিত করবে বলে তিনি অশাবাদী।
উল্লেখ আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে রাঙামাটির রাজস্হলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
















