রাঙামাটির কাপ্তাইয়ে সিএনজিচালিত একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে অনিল দাশ (৫৫) নামে এক চালক আহত হয়েছেন। আহত অনিল দাশ রাঙ্গুনিয়া উপজেলার বুইজ্জ্যার দোকান এলাকার বাসিন্দা।
সোমবার (১ নভেম্বর) সকাল ১১টায় শীলধা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সীতার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সকাল অটোরিক্সাটি মুরগি নিয়ে লিচুবাগান থেকে কাপ্তাই যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সাটি রাস্তার পাশে পড়ে দুমড়ে-মুছড়ে গেছে। এতে চালক অনিল দাশ গুরুতর হয়েছেন। আহত চালককে কাপ্তাই খ্রিস্ট্রিয়ান মিশনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বলেন, ‘গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে দুমড়ে-মুছড়ে গেছে। চালকের অবস্থা গুরতর। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
















