নিজস্ব প্রতিবেদক :
আজ সোমবার পহেলা নভেম্বর থেকে সারাদেশে জাটকা ইলিশ আহরণ, পরিবহন ও বিপণনে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। যা চলবে ৩০শে জুন পর্যন্ত। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য বিজ্ঞানীদের সুপারিশে প্রতি বছর পহেলা নভেম্বর থেকে ৩০শে জুন এই আট মাস জাটকা নিধন বন্ধে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশ অমান্যকারীদের ১ থেকে ২ বছরের কারাদণ্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। জাটকা ধরা বন্ধে দেশের উপকূলীয় সকল জেলে পলীগুলোতে সচেতনতামূলক কর্মকাণ্ড চলছে।
মৎস্য অধিদফতরের মতে, ৯ ইঞ্চি কিংবা তার কম দৈর্ঘ্যরে ইলিশকে জাটকা হিসেবে ধরা হয়।
















