অনলাইন ডেস্ক:
আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে গান বাজানোয় তিনজনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এসময় বন্দুকধারীরা নিজেদের তালেবান হিসেবে দাবি করেন তারা। দ্য গার্ডিয়ান সূত্রে এ তথ্য জানা গেছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, এক বিয়ের অনুষ্ঠানে শুক্রবার রাতে বন্দুকধারীরা নিজেদের তালেবান পরিচয় দিয়ে প্রবেশ করে। এ সময় তারা গান-বাজনা বন্ধ করতে বললে গান বন্ধ না করায় গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।
তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে ইতোমধ্যে নিজেদের হেফাজতে নিয়েছে তালেবান। আর পলাতক অপরজনকে ধরতে অভিযান চলছে।
জাবিহুল্লাহ মুজাহিদ জানান, তালেবানের পক্ষ হয়ে কাজ করার কথা অস্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা। তারা নিজেদের ব্যক্তিগত শত্রুতার জন্য ইসলামি আমিরাতের নাম ব্যবহার করেছে। এ কারণে অপরাধীদের শরিয়া আইনে বিচার করা হবে।
নানগারহার প্রদেশের তালেবান গভর্নরের মুখপাত্র কাজী মোল্লা আদেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
















