চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে ১০ বছর বয়সী অজ্ঞাতনামা এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বালুছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ষোলশহর স্টেশনের ইনচার্জ মো. ফখরুল বলেন, ট্রেনটি বালুছড়া ক্রস করার সময় এক বগি থেকে অন্য বগিতে লাফানোর চেষ্টা করে শিশুটি।
এ সময় ট্রেনে কাটা পড়ে শিশুটির মৃত্যু হয়।
















