নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে তিন মহিষের মৃত্যু হয়েছে।
রবিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলা পুকুরিয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পুকুরিয়া ইউনিয়নে উত্তর নাটমুড়া এলাকায় পিএবি প্রধান সড়কের পাশের বিদ্যুৎ খুঁটি থেকে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে যায়। এ সময় মাঠে থাকা তিনটি মহিষ তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মহিষগুলোর মৃত্যু হয়।
মহিষের মালিক মো. সরওয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মহিষগুলোর মূল্য তিন লাখ বিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
এই বিষয়ে জানতে চাইলে পল্লী বিদ্যুৎ-১ গুণাগরি শাখার ডিজিএম সাইফুল ইসলাম বলেন, ‘বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। খবর পাওয়ার পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।’
















