চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম (৪৩) গাড়ি যোগে পূজামণ্ডপ পরিদর্শন শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার সময় উপজেলার দক্ষিণ শাহমীরপুর নামক স্থানে এ হামলার শিকার হন তিনি। এতে গুরুতর আহত হন চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার মো. ফারুক ও উপজেলা যুবলীগের সহ -সভাপতি শহীদুল্লাহ্ এইসময় গাড়িতে ভাংচুর চালানো হয়।
স্হানীয়সূত্র ও প্রাথমিকভাবে তথ্যে জানা যায় একই এলাকার ছাত্রলীগ নেতা কপিল (২৮), আজিজ (৩২) সাদ্দাম (২৬) সহ অজ্ঞাত আরও কয়েকজন এ হামলার সাথে জড়িত।
আহত ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, মো. ফারুক ও শহীদুল্লাহ্ কে অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল থেকে গুরুত্বর আহত মোঃ ফারুক জানান ছাত্রলীগ নেতা কফিল,সাদ্দাম,ও আজিজের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের উপর অতর্কিতভাবে এ হামলা চালানো হয়।
এই বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ মো. দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান বিষয়টি আমরা জেনে ঘটনাস্হল পরিদর্শন করেছি এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
















