আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় ডোবার পানিতে ডুবে আফিয়া সুলতানা নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার বৈরাগ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বৈরাগ গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আফিয়া সুলতানা ওই গ্রামের কুলাল পাড়ার আবু সিদ্দিক এর মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেন ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য মুসা তালুকদার।
তিনি বলেন, বিকালে দিকে স্থানীয় প্রবাসী আবু সিদ্দিক এর মেয়ে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে যাই।কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন মা। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসক এর কাছে নিয়ে গেল তিনি মৃত ঘোষণা করেন।
















