চট্টগ্রাম নগরে দিনে দুপুরে গৃহিণীকে ছুরিকাঘাত করে মোবাইল সহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী।
বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ডবলমুরিং থানার মনছুরাবাদ খাদ্য গুদাম সামনে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত তাসলিমাকে (৪৩) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাসলিমা পাহাড়তলী ঝর্ণা পাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জানিয়েছে, রিকশায় করে তাসলিমা ও তার মেয়ে তাইফা যাচ্ছিল। পথে মনছুরাবাদ খাদ্য গুদামের সামনে কয়েকজন ছিনতাইকারী গতিরোধ করে।
এসময় তসলিমা মোবাইল, স্বর্ণালঙ্কার দিতে না চায়লে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া বলেন, ছুরিকাঘাতের সংবাদটি আমরা পেয়েছি। এ ঘটনায় কারা জড়িত তা তদন্ত করে ব্যবস্থা নিবো।
















