ফুটবল বিশ্বের সেনসেশন মেসি-নেইমার জুটিকে ছাড়াই লিগে নিজেদের ম্যাচে জয় পেয়েছে ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজি। ব্রেস্তকে ৪-২ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।
আজ বাংলাদেশ সময় রাত সোয়া ১ টায় আরম্ভ হওয়া এ অ্যাওয়ে ম্যাচে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি পিএসজি। ২৩ মিনিটের মাথায় আন্দ্রে হেরেরা’র গোলে লিড নেয় প্যারিসের অভিজাত এই ক্লাবটি।
আর ব্রেস্তের জালে দ্বিতীয় গোল দেন দ্যা ফেনোমেনাল কিলিয়ান এমবাপ্পে। আর প্রথমার্ধের ৪২ মিনিটে ফ্রাঙ্ক হনোর্যাট ব্রেস্তের হয়ে একটি গোল শোধ করলে ২-১ স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ।
এরপর ৭৩ মিনিটে আবারো গোলের দেখা পায় পিএসজি। এবার মিডফিল্ডার ইদ্রিস গানাগুয়ের নাম তোলেন স্কোর শিটে। এর কিছুক্ষণ পরেই ব্রেস্তের স্টিভ মৌনিয়েরের গোলে ৮৫ মিনিটে দ্বিতীয় গোল শোধ করে স্বাগতিকরা। তবে ম্যাচের ইনজুরি সময়ে ডি মারিয়া গোল করলে ৪-২ এর জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
















