চট্টগ্রামে ট্রেনিংয়ে অংশগ্রহণকারী শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট খেলোয়াড়দের মাঝে ট্রেনিং সামগ্রী ও জার্সি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে এসব সামগ্রী বিতরণ করা হয়।
চট্টগ্রাম শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সদস্য সাবেক ক্রিকেটার ফজলে রাব্বি খান সাজাদ।
অনুষ্ঠানে ফজলে রাব্বি বলেছেন, ‘খেলাধুলা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলে, আর শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়রা প্রমাণ করেছেন—ইচ্ছাশক্তি থাকলে কোনো প্রতিবন্ধকতাই অতিক্রমণ অসম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘শ্রবণ প্রতিবন্ধী খেলোয়াড়রা আজ সমাজে অনুপ্রেরণার প্রতীক। তাদের প্রশিক্ষণ ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে মূলধারার ক্রীড়াঙ্গনে যুক্ত করা গেলে বাংলাদেশের ক্রীড়া শক্তি আরও সমৃদ্ধ হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বাক শ্রবণ প্রতিবন্ধী ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আরিফ মইনুদ্দিন রেজা, জসিম উদ্দিন, আশিকুল ইসলাম নুরুল আলম ফরিদ।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সিকো অ্যারেনা মাঠে রাত্রিকালীন বধির ক্রিকেট শর্টপিচ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৬ সালে ভারতের বধির ক্রিকেট দলের সঙ্গে আন্তঃদেশীয় সফর এবং ২০২৭ সালে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বধির ক্রিকেট ক্লাবের অংশগ্রহণে চট্টগ্রামে আন্তর্জাতিক বধির ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
















