কক্সবাজারের পেকুয়ায় পুত্রবধু সালমা বেগম (১৫) ও কাঠ ব্যবসায়ী নেজাম উদ্দিন (৩৭) হত্যা মামলার আসামি জাফর আলমকে (৬৪) গ্রেফতার করেছে পুলিশ।
বৃহষ্পতিবার (১৯আগস্ট) বিকেলে পেকুয়া থানা পুলিশ বারবাকিয়ার পাহাড়িয়াখালী এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। জাফর আলম একই এলাকার বাসিন্দা।
জানাগেছে,গত বছরের ২৩ সেপ্টম্বর গৃহবধু সেলিনা বেগমকে নিষ্টুরভাবে পিটিয়ে হত্যা করে তার স্বামী আলমগীরসহ কয়েকজন লোক। ওই মামলার শ্বাশুর জাফর আলমও আসামি করা হয়েছে। নিহত সেলিনার মা বাদি হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া জাফর আলম বারবাকিয়ার আলোচিত কাঠ ব্যবসায়ী নেজাম উদ্দিন হত্যাকান্ডেরও আসামি।
গত ২৩ এপ্রিল গভীররাতে নেজাম উদ্দিনকে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে একদল সন্ত্রাসী।
নেজাম উদ্দিন বারবাকিয়া ইউনিয়নের পুর্ব ভারুয়াখালী এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে। নিহতের স্ত্রী বাদি হয়ে পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানান,গোপন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আগামিকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।
















