ঢাকা : বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমানের পক্ষ হতে পুষ্পার্ঘ্য অর্পণ ও সুরা ফাতেহা পাঠ করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।
সাঈদ আল নোমান বলেন, ‘আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, দিনটি আমার জন্য চিরগৌরবের। দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামে বিজয়ের অপার আনন্দ, গৌরব ও অগণিত শহীদ বীর সন্তানের আত্মদানের প্রতি গভীর শ্রদ্ধা ও বিজয়ের এই মহান দিনে আমাদের অঙ্গীকার সবার আগে বাংলাদেশ।’
এ সময় উপস্থিত ছিলেন পাট শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক মফিদুল ইসলাম মোহন, মোস্তাফিজুল করিম মজুমদার, প্রচার ও প্রকামনা সম্পাদক মঞ্জরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফারুক ইকবাল, সেলিনা আঞ্জুমান প্রমুখ।
















