পটিয়া, চট্টগ্রাম : বিজয় দিবস উপলক্ষে সৌদি প্রবাসী নোভাকুনুজ ও আবদুল্লাহ ট্রেডিংয়ের চেয়ারম্যান এবং সমাজসেবক মাহবুবুল আলম মির্জার উদ্যোগে চট্টগ্রাম পটিয়া উপজেলার ভাটিখাইনে মিলনমেলা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে ১৪ নম্বর ভাটিখাইন ইউনিয়নের একটি খোলা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী ও স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বিজয়ের আনন্দ ভাগাভাগি করা এবং প্রবাসী ও স্থানীয় জনগণের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ় করা। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেমের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাহবুবুল আলম মির্জা বলেন, “বিজয় দিবস আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। এই ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যের বন্ধনে আবদ্ধ করাই আমাদের লক্ষ্য।”
তিনি জানান, মানবিক ও সমাজকল্যাণমূলক উদ্যোগ হিসেবে শিগগিরই কর্জে হাসানা (সুদমুক্ত ঋণ) পদ্ধতিতে অর্থ সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে।
মাহবুবুল আলম আরও বলেন,“সম্মিলিত সহযোগিতার মাধ্যমে অসহায়, দরিদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সুদমুক্ত ঋণ প্রদান করে স্বাবলম্বী করে তোলাই আমাদের মূল লক্ষ্য।”
মিলনমেলায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, স্মৃতিচারণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটিখাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম, মাস্টার মোজাফফর, আজিজ সওদাগর, ইকবাল হোসেন মিটু, মো. ইউনুস, ডাক্তার জলিল, মো. সেলিম, আবু বক্কর পিপল, আবু বক্কর তালেব, মো. আকতার সওদাগর, মো. জাহাঙ্গির সওদাগর, রফিক সওদাগর, কাদের সওদাগর, জহির সওদাগর, আমিনুল হক, মো. রিজু, মো. মহিউদ্দিন, মো. জিল্লু, মো. নাছির, নজরুল ইসলাম, মাওলানা মহিউদ্দিন, মাওলানা ইদ্রিস হুজুর, শহীদ জিয়া একতা সংসদের সভাপতি কাজী নাজিম উদ্দিন, মো. ফারুক, জিয়াউর রহমান, সাজ্জাদ হোসেন, তালেব মেম্বার, মো. শোয়াইব, মজিবুর রহমান সোহেল, মো. দিদার।
















