কায়সার হামিদ মানিক, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেলকে গুলি করে হত্যার দুই দিন পর বৃহস্পতিবার ভোরে চকরিয়া থানায় মামলা হয়েছে।
নিহত নেবেলের ছোট ভাই মামুনুর রসিদ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ১২ জনসহ মোট ৩২ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ মামলা দায়েরের কয়েকঘন্টার মধ্যেই বাদী পক্ষের সহায়তায় চকরিয়া থানা পুলিশ চকরিয়া ও চট্টগ্রাম থেকে এজাহার নামীয় ৩ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত তিনজন হলেন, নুরুল আমিন(১৯), রিয়াজুল করিম (২০) ও হেলাল উদ্দিন(৪০)। তন্মধ্যে হেলালকে চকরিয়ার ভেওলা থেকে অপর দুজনকে চট্টগ্রাম মহানগরীর হামজারবাগ থেকে গ্রেফতার করা হয়।
মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের। তিনি বলেন, ‘এজাহার নামীয় অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’
















