রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় সিনোফার্ম (ভেরো সেল)টিকার দ্বিতীয় ডোজ নিয়ে অবশেষে অনিশ্চয়তা কাটছে।
আগামীকাল (১৪আগস্ট) শনিবার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনোফার্ম (ভেরো সেল) দ্বিতীয় ডোজ টিকা দেওয়া শুরু হবে।
শুক্রবার রাতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয় ।
পেইজের পোস্টে উল্লেখ করা হয়, আগামীকাল শনিবার সিনোফার্ম (ভেরো সেল) কোভিড-১৯ ভ্যাকসিনের ২য় ডোজ প্রদান করা হবে । এই পর্যায়ে বিদেশ গমনেচ্ছু প্রবাসী যারা পাসপোর্টের মাধ্যমে রেজিষ্ট্রেশন করেছিলেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ভ্যাকসিন প্রদান করা হবে।
প্রতিদিন ৩০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে, যারা এসএমএস পেয়েছে শুধু তারাই নির্দিষ্ট তারিখে এসে ভ্যাকসিন গ্রহণ করতে পারবে। পর্যায়ক্রমে সকলকে টিকার আওতায় আনা হবে ।
এই পর্যন্ত ১৯৮০০ জনকে সিনোফার্ম (ভেরো সেল) কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সিনোফার্ম (ভেরো সেল) কোভিড-১৯ ভ্যাকসিনের ১ম ডোজ প্রদান কার্যক্রম বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, এই পর্যন্ত আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৯ হাজার ৮শ ২জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং গত ১০ আগষ্ট পর্যন্ত ১০হাজার ৯শ ৩০জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ।
টিকা কার্যক্রম নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মুহাম্মদ সাইফউদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, কাল থেকে সিনোফার্মের টিকা দ্বিতীয় ডোজ চালু হবে বন্ধ থাকবে প্রথম ডোজের টিকা ।
তবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার দ্বিতীয় ডোজ এখনো চালু রয়েছে। আর সিনোফার্মের টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ নেওয়া যাবে তবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ক্ষেত্রে প্রথম ডোজ নেওয়ার ৫৬ দিন পরেই দ্বিতীয় ডোজ নিতে হবে। তবে ডোজ নেওয়ার ক্ষেত্রে এসএমএস আসতে হবে।
















