কক্সবাজার সদরের লিংকরোডে ২০ হাজার পিস ইয়াবাসহ এনামুল কবির (২৭) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
মঙ্গলবার (১৫ জুন) রাতে সদরের ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মেরিন সিটি কমপ্লেক্সের সামনে থেকে ইয়াবা বিক্রির সময় আটক করা হয়েছে বলে বুধবার (১৬ জুন) সকালে নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
তিনি শহরের লাইট হাউস পাড়া এলাকার মৌলভী মোঃ আলমগীরের ছেলে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার শহর শাখার সাধারণ সম্পাদক। তবে তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে বলে দাবি করছে একটি পক্ষ।
এএসপি শেখ সাদীর দাবী, ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এনামুল কবিরকে আটক করা হয়। সে সীমান্তবর্তী এলাকা টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতো বলে স্বীকার করে।
ইয়াবা ও আটক এনামকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।