কক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো.সাকিব প্রকাশ বাবু (১২) নামের এক শিশুর মৃত্যু বরণ করেছে।
আজ বুধবার (১১আগষ্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী স্কুল ষ্টেশনে এ ঘটনা ঘটে। বাবু একই ইউনিয়নের পুর্ব জালিয়াকাটা গ্রামের মো. জাকরিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করছেন ইউপি সদস্য নাছির উদ্দিন মিয়া।
স্থানীয়সুত্রে জানাগেছে, ফাঁশিয়াখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ষ্টেশনে ফোরকানের মালিকানাধীন একটি গ্যারেজের দোকানে ব্যাটারি চালিত অটোরিক্সা (মিশুক) গাড়ি মেরামত করার সময় বাবু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সে ঘটনাস্থলে প্রান হারান। এ সময় দোকানে বাবু একাই ছিলেন। বাবু ওই দোকানের কর্মচারী। কয়েকমাস আগে সে ফোরকানের গ্যারেজের দোকানে কাজ করছিলেন।
নিহত বাবুর মা জেয়াসমিন আক্তার বলেন, সকালে প্রতিদিনের মত দোকানে যায় বাবু। টমটম গাড়ি মেরামত করার সময় অসাবধানতায় হঠাৎ বিদ্যুতস্পর্শে মারা যায়।
পেকুয়া থানার ডিউটি অফিসার এসআই সাঈদ বলেন বিষয়টি আমরা জানতে পেরে ঘটনাস্হলে আমাদের টিম পাঠানো হয়েছে।
















