কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: মহেশখালীতে ৫টি দেশীয় তৈরি অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ অস্ত্রের কারিগর একরামুল করিম (৩৫)’কে অস্ত্র তৈরির সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।
অস্ত্র কারিগর একরাম এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে।
১১ আগস্ট (বুধবার) দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তার নিজ বসত বাড়ি থেকে ৫টি অস্ত্রসহ তাকে আটক করেছেন। মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, একরামুল করিম দীর্ঘদিন ঘরে এবং পাহাড়ে অস্ত্র তৈরি করে আসছে। সে প্রচুর পরিমাণ অস্ত্রের মজুত গড়ে তুলে। তার সঙ্গে রয়েছে দাগি অপরাধীচক্রের গভীর সখ্যতা। একরাম অস্ত্র তৈরি করে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন।
এ বিষয়ে মহেশখালী থানা অফিসার ইনর্চাজ (ওসি) আবদুল হাই বলেন, অস্ত্র তৈরির সরঞ্জাম ও ৫টি দেশীয় তৈরি অস্ত্রসহ তাকে নিজ বাসস্থান থেকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
















