দেশজুড়ে শুরু হয়েছে করোনার পরীক্ষামূলক গণটিকা কর্মসূচি। সারাদেশে রেকর্ড ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে প্রথম ডোজ দেয়া হয়েছে। এরমধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন।
সারাদেশে ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ওয়ার্ড পর্যায়ে ১৫ হাজারের বেশি কেন্দ্রে টিকা দেয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকা কেন্দ্রে ভিড় করছেন অসংখ্য মানুষ। এনআইডি কার্ড জমা দিয়ে সিরিয়াল নিয়েছেন টিকাপ্রার্থীরা। প্রতিদিন এক কেন্দ্রে ৩৫০ জনকে ভ্যাকসিন দেয়া হবে। এই কারণে সিরিয়ালে দাড়িয়েও কাল অনেককেই ফিরে যেতে হয়েছে।
আগামী ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে এই ক্যাম্পেইনে ৩২ লাখ মানুষকে করোনার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
















