চট্টগ্রামের কর্ণফুলীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে বোরহান উদ্দিন (২২) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।
সোমবার (২ আগষ্ট) সকালে উপজেলার মইজ্জারটেক এলাকার হাজি মুন্সি মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক (এসএআই) আলাউদ্দীন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত বোরহান উদ্দিন একই গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, বোরহান উদ্দিন নির্মাণ শ্রমিক ছিলেন। সোমবার সকালে একটি ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় অসবধনতাবশত ছাদ থেকে পড়ে গিয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ১১টায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
















