বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গত চার দিনে ছয় জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের চিকিৎসায় সেখানে ওষুধসহ সেনাবাহিনীর মেডিক্যাল টিম পৌঁছেছে। সোমবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করেন কুরুকপাতা ইউনিয়নের চেয়ারম্যান ক্রাতং ম্র’
বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা জানান, আলীকদমে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যুর সংবাদ এবং পাড়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর সহযোগিতায় একটি মেডিক্যাল টিম সেখানে পাঠানো হয়েছে। বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারযোগে দুপুর সাড়ে ৩টায় বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন ও বিভিন্ন ওষুধ নিয়ে বিশেষজ্ঞ টিম বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ এলাকায় পৌছেছে।