চট্টগ্রাম নগরীর চান্দগাঁও টেকবাজারে ৫০০ জন কর্মজীবী ও নির্মাণ শ্রমিকদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান। প্রত্যেককে ১০ কেজি চাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়েছে।
আজ (২৮ জুলাই) বুধবার দুপুরে কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী উপস্থিত ছিলেন।
করোনা দুর্যোগের এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী শ্রেণী পেশাজীবীদের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদানের উদ্যোগ বাস্তবায়ন করছি। সরকারের সাথে একাত্ম হয়ে করোনা পরিস্থিতি মোকাবিলায় সামিল হতে পেরে নিজেকে গৌরবান্বিত মনে করছি।
করোনা প্রতিরোধে সরকার বিভিন্ন দেশ থেকে টিকা আমদানি করছে। মডার্না, সিনোফার্ম, এ্যাস্ট্রাজেনেকা, ফাইজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই টিকা ক্রয় করছে সরকার। আর বিনামূল্যে দেশের মানুষকে দেয়া হচ্ছে এই টিকা। দেশের সংখ্যাগরিষ্ট মানুষকে টিকার আওতায় আনতে গত এক বছর ধরে টিকা প্রদান করা হচ্ছে। তবে একটি মহল টিকা নিয়ে পরিকল্পিত গুজব ছড়িয়ে যাচ্ছে।
টিকা সম্পর্কে জনসাধারণের জ্ঞান দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে মহলটি নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। জনসাধারণের প্রতি অনুরোধ, টিকা নিয়ে বিভ্রান্ত হবেন না। যত দ্রুত সম্ভব নিজেকে টিকার আওতায় নিয়ে আসুন। টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রত্যেক মানুষ করোনা থেকে ৭০ শতাংশ ঝুঁকিমুক্ত থাকবে।
















