চট্টগ্রামের ফটিকছড়িতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ মুসা (২৭) নামে এক সিএনজি ড্রাইভারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাজারের দক্ষিণ পাশে খাজা গাউছিয়া মার্কেট প্রকাশ আন্ডা মার্কেট সংলগ্নের পূর্ব পাশের কলোনিতে এ ঘটনা ঘটে।
তিনি মিরেরসরাই কালা মিয়া হাজির বাড়ির মোহাম্মদ ফারুক আহমদের পুত্র। জানা যায়, মোহাম্মদ মুসা পরিবারের সাথে ওই কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। রাতে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় স্বজনরা তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
ফটিকছড়ি থানার ডিউটি অফিসার এস আই নাজমুল হক বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করতে পারে। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানা যাবে। এখন অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
















