রিয়াদ হোসেন, আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর প্রকাশের পর বৃদ্ধা অরণ্য বালা দে’ র বয়স্ক ভাতার টাকা উদ্ধার করে বৃদ্ধার কাছে ফেরত দেন ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব।
সোমবার (২৬ জুলাই) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বোয়ালগাঁও গ্রামের স্বামী-সন্তানহীন ৯১ বছর বয়সী বৃদ্ধার হাতে নগদ ৩ হাজার টাকা তুলে দেন চেয়ারম্যান।
এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ অসহায় বৃদ্ধাকে নগদ ১০ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেন।
চেয়ারম্যান অসীম কুমার দেব জানান, বৃদ্ধা মহিলার সরকারি বয়স্ক ভাতার টাকা ইউপি সদস্যের ছেলের অ্যাকাউন্টে মাধ্যমে নেওয়ার বিষয়টি মহিলা ইউপি সদস্য কোন দিন আমাকে অবগত করেননি। পত্র-পত্রিকার মাধ্যমে বিষয়টি জানতে পেরে মহিলা মেম্বারের স্বীকারোক্তিতে আজ দুপুরে স্থানীয়দের সামনে ৩ হাজার টাকা ভুক্তভোগী বৃদ্ধার হাতে ভুলে দিয়। ইতিমধ্যে প্রস্তুতকৃত ভূমিহীনের তালিকায় উনার পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্ত আছে।
সে ঘরে ওনার নাতি সাথে থাকার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে কোনো সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করবে বলে আশ্বাস দেন চেয়ারম্যান।
বিষয়টি সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।
উল্লেখ্য যে, আনোয়ারা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বোয়ালগাঁও গ্রামের স্বামী-সন্তানহীন ৯১ বছরের বৃদ্ধা অরণ্য বালা দে’র বয়স্ক ভাতার টাকা স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মিনু রাণী দত্তের ছেলে নিরোৎপল দত্তের মোবাইল অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছে বলে অভিযোগ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হলে। আজ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউএনও ঐ ভাতার টাকা ফেরতসহ বৃদ্ধাকে গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের অধিনে একটি ঘর প্রদানের ও বিভিন্ন সহায়তার আশ্বাসদেন।
















